অর্থপিশাচদের পকেটে প্রণোদনার প্যাকেজ
খেটে খাওয়া ছোট লোক মানবের অর্থ শেষ।
অল্প ডাল চাউল আসিল যদি গ্রামে
মুখ দেখে মুগের ডাউল দিল হেসে
বাকিটুকু আত্মসাৎ সঞ্চিত নিজ ঘরে;
হায় হায় আত্মসাৎ কারী মানব-
তোমরা নরপিশাচদের চেয়েও দানব।


                                              কিসে শান্তি
                                   নেই মানবনীতি হায়!


মার্ক্সের রাজনীতি বেগবান স্রোতের লেজনীতি
প্রণোদনা অদ্য চোরের দখলে, মরে গরিবী;
লেনিনে বিশ্বাসী বাস্তবায়ন দেশে চোরের নীতি
স্বাধীনতা নাইকো দেশে, নেই দশ ফোঁটা উন্নতি।


                                               কিসে নীতি
                                  নেই সমাজনীতি হায়!


মর্মর তিক্ত কথা শোনায় কে কারে?
জীবন নিঃস্বার্থ নিঃস্ব বন্দুক বুলেটের আঘাতে
দুই চার লাইন লিখল যে জনা মিডিয়ার বুকে
তথ্য আইনে পিটুনি ডাল ভাত অন্ধকার লকাপে।


                                               কিসে সত্য
                                         নেই মুক্তি হায়!


জীবন বাজির খেলা জোয়ার আসরে
মরেও আত্মা শান্তি পায় না দেশের মাটিতে;
কত মায়ের কত ধন দিলো প্রাণ প্রণোদনা
হিসেব নাইকো রাষ্ট্রের ট্যালিখাতার দর্পণা।


বলে যাও রচনা করে যাও হে শান্তি প্রিয় ভাই
তোমার অশান্তির আহত আত্মাটাও মুক্তি চাই
গহীন তিমিরের গহ্বরে কত কাল দিবে তুমি
প্রাণ প্রণোদনা!
                                           হায় হায় শান্তি
                                       মেলে কিসে মুক্তি?


                 আমি রাস্তায় তুমি বিছানায়
                 তুমি উঠোনে আমার মরণে
                আমি চলে যাচ্ছি দূর অজানায়
         সেথায় উইপোকার কামড়েও শান্তি নাই!


এই ছোট কলম রঙ্গিন স্বপ্ন বুনে মনে মনে
                  মুক্তি পাবে উইপোকা থেকে
         আহত আত্মা লড়বে এ দেশের বুকে
শান্তি পাবে একদিন আহত আত্মা বনে বনে।


                                ক্ষণে ক্ষণে মিলবে মুক্তি
                                          পাবে শান্তি!