যুগ যুগ ধরে যুগাবতারের আগমন
          মানবিকতায় ছিলেন সফল সকল।
বিপর্যস্ত পৃথিবীর বুকে নেই স্বচ্ছতা
          অগত্যা চারে লিপ্ত সন্ত্রাসী দানবেরা।


সুশীল সমাজ সভ্যতার শিয়রে
          জাতি বিশ্বাসী উন্নতির রাজালয়ে
অন্ধ আমি, বন্ধ্যা বসুমতী
          অক্ষিপল্লব গুটিয়ে রাখি তুমি আমি।


পৃথ্বীর কেন্দ্রে নেই আজ মানবতা
          অনুভূতির সুপ্ত স্থলে আঘাত হানি মোরা।
দানবের বৈশ্বানরে পুড়ে মসজিদালয়;
          যেথায় মুসলিম জাতি সেজদায় রয়।
মানব বোধ, মানব প্রেম নিঃস্ব হায়
         ক্ষমতার বলয়ে রবের বাণী দাবানলে যায়।


রাখাইন সম্প্রদায় আজ সর্বহারা
         ভারতের মুসলিম সমাজ প্রাণ হারা
উইঘুর মুসলিম পায়না স্বাধিকার
         সিরিয়া, ফিলিস্তিনের মুসলিম হাহাকার
বিশ্বের কত নির্যাতিত মুসলিম
          শরনার্থীর কথা বলব আজ।


কবি গুরু নজরুল নেই আজ ধরায়
         সাম্যের গানে প্রজ্বলিত হতো ধোঁয়ায়
অসাম্প্রদায়িক সম্প্রীতির আবশ্যকতার বার্তা
        ভ্রম্মান্ডে ছড়িয়ে দিতেন বীজ দুর্মূল্যের ছায়া।


আর কত কি করলে টনক নড়বে তোমার
             মানবাধিকার প্রতিষ্ঠায় হও সোচ্চার।
ডারউইনিজমে করিনা মোরা বিশ্বাস
             হিটলার,মার্ক্সের কুপ্রভাব চাইনা আর
এ মোদের বিশ্বের দরবারে আবদার।