তোমার রূপালী চিকুর-
বৃষ্টির সান্নিধ্য লাভ করিয়াছে?
কত বার বলিলাম তোমায়-
ভালোবাসি প্রিয় প্রিয়তী তোমায়
আমার সমুদ্রে ঢেউ খেলতে আয়।
পাবে কূল, দিলাম চিঠি তোমায়
বৃষ্টিস্নাত দিবসে ভেজাবো
সোনালী ঝিলিক কবরী তোমার।


সূর্যের হাসি মানে হার,মেঘ ফিরে বাড়ি
তোমার হাসির আড়ালে; স্বপ্ন বুনে বাসি
তোমার গহীন ক্ষিতিধরে আসি
আমার পাথারে গ্রাফিতি, তোমায়
ভালোবাসি!
শিশির স্নাত প্রত্যুষে দূর্বাঘাসের বনে
কোমল দীপ্ত পা স্পর্শ করেছো
তীর্থ হস্তে দূর্বা ছেড়েছো?


বহুদিন!
বহুবার বলিলাম, ভালোবাসতে দাও
হাঁটবো নরম অপূর্ব হাত ধরে তোমার
ছুটবো বেশে ঘুড়ির সাজে অসীমে
আমি লাটাই, তুমি ঘুড়ির বুকে
তুমি ঘুড়ি, আমি তোমার হৃদে।
জবাবে বলেছিলে কি আমায়?


অবহেলিত, বিবর্ণ জনগোষ্ঠী হায়!
তোমার ছোট্ট অসীম মমতার কুঠিরে
আজও পর, অচেনা ম্লান তোমার তটে
কার ঘুড়ি, সোনার লাটাই?
সোনা নাই-ই পারিতাম যদি
তামা জুটিত আমার সোনাময় প্রাণে।