আমি একটা কবিতা লিখব বলে শিউলি গাছকে বলি
তোর গলায় বেঁধে আমার ভাইকে কেন মারতে দিলি?
পাক সেনাদের গুলিতে যখন লক্ষ বাঙালি মেরেছিল
শকুনদের গলা চিপে ফুলের হাসিতে হাসলি না তুই কেন?


আমি একটা কবিতা লিখব বলে কৃষ্ণচূড়া গাছকে বলি
ত্রিশ লক্ষ শহিদ ভাই-বোনের রক্তাক্ত দেহ কি করে তুই সহিলি
শেখ মুজিব যখন বলেছিল- বাংলাদেশ করো স্বাধীন
রাজপথে করলি না কেন তুই স্বাধীনতার মিছিল মিটিং।


আমি একটা কবিতা লিখব বলে স্বর্ণলতা উদ্ভিদকে বলি
শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণায় কেন বিরোধী ছিলি?
যা কিছু আছে প্রস্তুত হও রেসকোর্সের সেই অমর বাণী
কেন অত্যাচারী পাক স্বৈরশাসকদের সাহায্য করেছিলি?


আমার স্বাধীন কবিতাটি লিখা ছিল লাহোরের ঐ প্রস্তাবে
জিন্নার দল দিলনা গড়তে সবুজ কবিতার প্লট বাস্তবে
চব্বিশ বছরের কারাগার থেকে একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধে
নয় মাসে রক্তদানে স্বাধীনতা ওসমানীর এগারো সেক্টরে।