ষাট যখন ছুঁয়েই গেছে
খুঁজতে এলি তুই
হারিয়ে যাবার বেলা আমায়
মনে পড়লো কই ?
উল্টো দিকে তাকিয়ে দ্যাখ
কাঁধে আমাদের স্কুলের ব্যাগ

ভুলে গেছি শান্তা দিদিমনির বকা
আর হারিয়ে যাওয়া নতুন কলমটা
শাল পাতায় ফুচকা
পঁচিশ পয়সায় পাঁচটা


হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর
আমি, তুই,বৈশালী আর পরী
একসাথেই বাড়ী ফিরি

উফফ ,আলু কাবলি ভীষণ ঝাল
দেখা হবে আগামী কাল


"দেখা হবে আগামী কাল"
পেরিয়ে গেছে অনেককাল
আমি এখন ভূগোল দিদিমনি
তোদের কারোর উপরে
কোনো রাগ অভিমান পুষে রাখিনি


সত্যি , দিনগুলো কি ভালোই না ছিল
একবার পিছন ফিরে দ্যাখ
আমাদের সবার বয়স আজ ষোলো