বাড়ির পাশেই  বিকেলের  নীল সরোবর ।
জলের আয়নায় ঝুঁকে পড়া তাল গাছের ছবি ।
ঘর গৃহস্থালি উঠোন।
তোমার আমার মুখ ;
ছেলে মেয়ের পড়াশুনা, ভবিষ্যৎ।
ইঁদুর  বেড়াল উৎপাত ;
চোর ডাকাতের ভয়;
সব কিছুই প্রাসঙ্গিক, সত্যি।
একক , দশক সময়ের রোমান্টিসিজম....
জলে আধলা ইট পড়লে
উথাল পাতাল ….
আয়না ভেঙে খানখান ।


আর কোনোদিন  এভাবে গ্রামে ফেরা হবেনা জেনে
আমরা ফিরে যাই।
কাঁধে  বোঝা, হাতে  ছেঁড়া চিত্রনাট্যর  কাগজ   ।
এক গ্রাম পেরিয়ে
দুই  গ্রাম পেরিয়ে
তিন গ্রাম পেরিয়ে
ঝকঝকে একটা নতুন ছবি আনতে …..


জন্মান্তরের পথিক , সাময়িক ঘর বাঁধি
ঠিক নীলসায়রের পাশেই ।