কি করে আজ তোকে বলি
শীতের রাতে ভালবাসা খুঁজে নিতে
ঘর ছেড়ে বেড়িয়ে পড়লাম
একটু উষ্ণতার জন্য
খড়কুটো জড়ো করে
আগুন জ্বালি।
পৃথিবীর সব প্রাপ্তি  
সুখের বাসা ছেড়ে
নিজেকে আড়ালে বলি
বয়স বাড়লে, অন্ধকার গাঢ় হলে
একা হৃদয়
তোকে আজ ঘুম থেকে তুলে
কোন মুখে বলি
চারপাশে ভেঙে যাচ্ছে শৈশবের ইমারত
লোভের চোরাস্রোত
ভেসে যাচ্ছে মানুষ ও ইঁদুর
ভালো নেই
শীতে কাঁপছে নিজস্ব ঈশ্বর
আজ বড়ো অসময়
জানিনা কি করলে কি হয়
শুধু জানি
শীতের রাতে আগুন জ্বালিয়ে
ভালবাসা খুঁজে আনতে হয়।
নিজেকে আড়ালে টেনে বলি
আগুন জ্বালো শুকনো ঝরা পাতা
বছর শেষে
উত্তাপে মায়ার খরকুটো পুড়িয়ে
ভালবাসা খুঁজে আনো