সময় পেলাম তাই
একদিন ভোরবেলা
চুপিসারে
অন্ধকারের সেই বেড়া ঘিরে
রচনা করলাম  মুগ্ধতা
রং তুলি বুলিয়ে
সযত্নে গীতিময় ছবি আঁকা....


এক সুদূর থেকে ফিরে এসে
এখনো মনে আছে
প্রতিদিন রেখে আসতাম
একমুঠো ধূলোবালি...
নির্মান করলাম
ভালবাসা, বাড়ি
ঘর  গেরস্থালি
ছায়াছন্ন অরণ্য প্রাঙ্গণে
একনিষ্ট  বৃক্ষ রোপণ

ঠিক যেমনটা দেখেছিলাম
একদিন
  শেষ রাতের স্বপ্ন...
বেনুবনে লুকিয়েছে অলীক


আড়ালে
গাছের মগডালে
ইশারায় ডেকে নিলাম
পরিযায়ী পাখির দল;
কলতান



এক আকাশের গান
আস্টেপিস্টে বেঁধে ফেলতে
কুড়িয়ে পাওয়া শব্দ
যখন এলোমেলো গোঁজা।
সারাজীবন
  হাতের মুঠোয় শূন্য খোঁজা....


  মুষ্টিবদ্ধ ছবি
  সুরের হাওয়ায়
  ভেসে যায়
  এক আকাশের পথে...