হাওয়ার পথে পা রেখেছি
আফশোশ শুধু একটাই
চারপাশে তাকিয়ে দেখলাম
কেউ কোথাও নেই।
পাখির ঠোঁটে ভোর নামছে।
আলো আঁধারের মিশেল।
ঠিক যেন  ইস্কুলের ব্ল্যাকবোর্ড
ছুটির ঘন্টা শেষে , ক্রমশঃ মুছে যাচ্ছে ধূসর অক্ষর
পেড়িয়ে যাচ্ছে দৃষ্টির ওপারে.....

কী এক  পাগল করা গান
সাত সকালে, এমন করে কে গাইছে?
আগে কখনো শুনি নি তো।
  তাকিয়ে দেখলাম চারপাশে
   কেউ কোথাও নেই।
   একবার বলে যাবনা?
   আমাকে  তো এখুনি বেড়িয়ে পড়তে হবে।
   মাঠ পেড়িয়ে, নদী পেড়িয়ে, চোরাস্রোতের পিছুটান পেড়িয়ে
   এই পাগল করা গানের ওপারে
   যেখানে, মহারাজ তুমি দাঁড়িয়ে।
   কিন্তু, ওরা সব কোথায় ;
   এখনো ঘুমাচ্ছে?
   যাক,   ভালো থাক সবাই।
   পুত্র, কন্যা, বাগানের তুলসী গাছ
   থালা বাটি কড়াই ....
  
আজ এখানেই রেখে গেলাম
গল্পকথা,মান অভিমান...
আর,আমার অসমাপ্ত গান
হালকা বৃষ্টিতে ভিজছে...
যদি ফিরে আসতেই হয়,কখনো
তবে নতুন করে সুর তুলে
ওখান থেকে শুরু করব আবার।


এইবেলা বেড়িয়ে পড়লাম ....
ভালো থাকুক সবাই
মধুময়....
ক্ষিতি,  অপ , তেজ , মরুৎ ,ব্যোম