একদিন হারিয়ে যাওয়া পাগল হাওয়া এসে ফিসফিস বলল
তোমার পৃথিবী এতো ছোটো কেন?
স্বামী স্ত্রী পুত্র কন্যা
শোয়ার খাট
বাচ্চাদের কান্না
আর কিছু নেই তোমার পৃথিবীতে?
একদিন বিকেলে কবিতার খাতা
এসে বললো
একগুচ্ছ শব্দ জড়ো করে
আমি তোমার পৃথিবীর বাইরে
অসম্ভব এক প্রেম নিয়ে
অপেক্ষায় থাকলাম।


মাঝরাতে হারানো সেই গান এসে বললো
দরজা খোলো যদি
আমি সুর নিয়ে ঢুকবো ।


সেদিন সারারাত জেগে থেকে
আমি মুছে ফেলেছি
আমার পৃথিবীর ছাদ
আমি মনখারাপের জানলায় দাঁড়ালেই
আস্ত এক আকাশে দেখতে পাই
উজ্জ্বল একঝাঁক পায়রা.....


তারপর একদিন পাহারা এড়িয়ে
তোমার  সুর নিয়ে
গানগুলো সব ঝাঁপিয়ে পড়লো.....


তোমরা আমাকেও সঙ্গে নিও
বেজে উঠবো আমি তখন
  আমি তখন তোমার বীনা
  তোমার সেই চিরন্তন
  আঙ্গুলের স্পর্শে আনন্দের ঝর্না
আনমনে গেয়ে উঠব
আমারে তুমি অশেষ করেছ
এমনি লীলা তব.....