মাঝে মাঝে কিছু পথ স্বেচ্ছায়
ভুলে যেতে হয়
মাঝে মাঝে কিছু গন্তব্য
সাময়িক মুছে ফেলতে হয়
কেননা , কেউ কারো অপেক্ষায় নেই
কেউ কারো অপেক্ষায় থাকেনা


মাঝে মাঝে কিছু খুচরো প্রেম
ভাসিয়ে আসতে হয়
রাঙা নদীর জলে
তারপর স্নান সেরে
এগিয়ে যেতে হয় সামনে
পিছনে তাকালেই ওরা বলে উঠবে
"আমাদের কথা কি একবারও ভাববে না?"
মাঝে মাঝে খুব কাছের স্বজনকেও
ছেড়ে আসতে হয় বিস্মরণের গলিতে
থাক না ওরা দল বেঁধে নিজের মত
গান করুক আনন্দের ধূসর  কোনে
মাঝে মাঝে কিছু অপমান মনে রাখতে হয়,আবার
ফলের খোসার মতন কিছু অপমান
ফেলে দিতে হয় রাস্তার পাশে ডাস্টবিনে


মাঝে মাঝে একমুঠো মনখারাপ সঙ্গে নিয়ে নদীর কাছে যেতে হয়
নুড়িপাথরের মত আলগোছে ছুঁড়ে দিলে
নদীর জলে তরঙ্গ এঁকে ওরা চলে যায়
দূরের নিশানায়
মাঝে জীবনের গভীর কোনে লুকানো দুঃখ
সযত্নে কুড়িয়ে এনে
পোষা বিড়ালের মতন আদর করতে হয়
আড়ালে
যারা চলে যেতে যায়
তাদের ছেড়ে দিতেই হয়
আসলে কেউ কারো অপেক্ষায় থাকেনা


মাঝে মাঝে কবিতার খাতা
সবার অজান্তে
এক আকাশের নীচে রেখে আসতে হয়
সেদিন বছরের প্রথম বৃষ্টি আসে
সব অক্ষর ধুয়ে গেলে
সাদা পাতায়


সুরের স্রোতে ওরা ফিরে আসবে
শৈবালের দল


মাঝে মাঝে কিছু দিন
বাড়ির ঠিকানা বেমালুম ভুলে গিয়ে
তোমার নিজেকেই হারিয়ে আসতে হয়
আপাদমস্তক
চিনে নিতে হয় নিজের রাজ্যপাট


যে রাজ্যপাট আমি নিজেই নির্মাণ করেছি মনে মনে ,সযত্নে
একদিন ঝরাপাতার মতো নিঃশব্দে চলে যেতে হয় ভীনদেশে নীলকন্ঠ পাখির খোঁজে
কেউ কারো অপেক্ষায় নেই
কেউ কারো অপেক্ষায় থাকেনা
আমি নিজেই  ফিরে যাই বারবার
আর যে উদাসী পথিক একা একা সীমান্ত পেরিয়ে চলে গেল
তাঁকে খুঁজে আনতে
ফিরে আসি বারবার ....