প্রত্যেক   দীর্ঘশ্বাস   থেকে   যে  বৃক্ষটি  জন্ম  নেয়
সব পাতা  ঝরে যাবার  আগে সে  কি জানে
এক  অসম্ভব  শীত  আসছে ?


অথচ ,  উষ্ণতা  তিল তিল  মরে  যাবার   আগে
তোমারও   প্রচণ্ড   খিদে-তেষ্টা   পায় ;
ঘুম   আসে,  বিছানায়  লেগে  থাকে
নির্জীব  স্বপ্ন   আর  ঘামের  চ্যাটচ্যাট  আঠা …..
মৃত্তিকার  ক্ষয়রোগ  দেখে ,  প্রাচীন   বটগাছ
নিজের  শরীর  থেকে  দীর্ঘ  ঝুড়ি  নামায় I
পায়ের তলার   মাটি  ছুঁয়ে  দাঁড়িয়ে  থাকে  প্রবীণ  বৃক্ষ...।।  


তবু,  কোথাকার  জল  এসে  যে , কোথায়  কোথায়  থেমে   থাকে ;
সব   পলিমাটি   ধুয়ে   দেবে,  সেই  সামান্য  আভাষে
মানুষ   আর  গাছ   একেএকে   ত্যাগ  করে   বল্কল ……


আর,  শীত   আসবে   ভেবে   সমস্ত  পর্ণমোচী  বৃক্ষরাজি
সারিবদ্ধ   দাঁড়িয়ে   থেকে   শুরু   করে   অনবদ্য  কোরাস …