গানের খাতায় আঁকিবুঁকি
বারান্দায় দাঁড়িয়ে
আমি তো সেই গোলাম ।
তবু, হতদরিদ্র , সন্ধ্যাবেলায়
খুচরো পয়সায়
বৃষ্টি কিনলাম।
একমুঠো বীজ হাওয়ায় হাওয়ায়
চৌরাস্তায় উড়িয়ে দিলাম।
আমি সারাদিনের গোলাম


যদি ,মনখারাপের শরীর জুড়ে
দু-একটিও তৃণ গজায়
ঘাসের ডগায় শিশিরকণার
আশ্চর্য এক ব্যাকুলতা
বুক পকেটে হাত রাখতেই
  ফিরে পেলাম গানের কথা
ঠোঁটে তখন নতুন গানের
স্বরলিপির স্পর্শ পেলাম
গানের টানে , উথাল পাতাল
এক বৃষ্টি মাথায় নিয়েই
অচীন দেশে পাড়ি দিলাম।


ফিরে গেছে মনখারাপের ঘূর্ণি
অচেনা সেই গোলাম
দরোজা ভেঙে ঢুকে পড়ল
প্রেমের উদ্দাম .…...