পরিযায়ী পাখির ঠোঁটে গীতিকবিতার শব্দগুচ্ছ .....
এই    মেয়ে শুনছো ?
জীবনটা শুরুই  হয়নি; অনেকটাই বাকি ;
যাবে নাকি?
ওপারে মানসসরোবর .....


'আমি ভালো নেই মোটেই, মনখারাপ;
বাপি-মা ভীষণ ব্যস্ত, পড়ার প্রচণ্ড চাপ '
'আমার কোনো বন্ধু নেই, বাড়িতেও আমি একা;
ক্লাসমেটরা কেমন যেন , ছেলেমানুষ, নয়তো পাকা '


একমুঠো ভালোলাগা শব্দ ...
কুড়িয়ে পাওয়া খড়কুটো
আঁকড়ে ধরে সাঁতরে ফিরে আসা
সাগরপাড়ের ভাষা .......


'  আমারও একজন আছে আছে
কলেজে পড়ছে
ফার্স্ট ইয়ার, যাদবপুর
ওর নাম রোদ্দুর .....'


' তোমার মুখের চকিত সুখের হাসি
আমি অন্ধকার পেরিয়ে ফিরে আসি'


'সুখে আমায় রাখবে কেন..'
'প্রতিদিনই ঝগড়া; ওকে বুঝতে পারিনি এখনও'


  নিজেকেও ......
জীবনের কাছে কি যে চাই


'দূর ছাই , কি যে করি
ওর সঙ্গে ফেসবুকে-এ আড়ি '


এপারে   'ফির  ওহী রাত' ; মন ভালো নেই
ওপারে, 'সুভা কি পাইলি কিরণ'
গান বাঁধছে, একদল শালিক চড়াই...


....................................
...............


রাত্রি তুমি দরজা খুলে রেখো
রোদ্দুর ফিরে আসবে
স্বপ্নের নাম সাঁকো.....