মাসিমা মশলা বাটে
বসে এক উঁচু খাটে ,
খুকু বসে খাটের কোণায়
মাকে এক পদ্য শোনায় ,
মশারিটা এক কোণে
খুঁট বাঁধা ভাবে মনে ,
দিন যায় মাস যায়
ঝুলে ঝুলে প্রাণ যায় !
খোকা কাঁদে প্রাণপণে
মায়ের আঁচল টানে ,
উনুনেতে ভাত ফোটে
থলে হাতে বাবু ছোটে ,
থাম খুকু থাম খোকা
মা দেয় বকাঝকা  ,
হিমসিম খেতে থাকে
হাজার কাজের ফাঁকে ,
রেখে যায় ফাঁকা থলি
বাবু বলে কি যে বলি ,
আজ শুধু আলু ভাত
এ জোটাতেই কুপোকাত ,
মাসিমা চেঁচিয়ে বলে
মশলাটা গেল জলে !
একছুটে চান সেরে
বাবু বসে পাত পেরে ,
আলুভাত চেটেপুটে
খেয়ে নিয়ে এক ছুটে ,
আজ পথ হেঁটে হেঁটে
আপিসেতে এসে জোটে ,
বাসের ভাড়াটা গোনে
আর ভাবে মনে মনে ,
কাল ঠিক মাছ খাবে
খুকু খোকা আর সবে ,
কাজ শেষে ঘরে ফেরা
হাতের মুঠোতে ধরা ,
কচুঁ আর পুঁই শাক
ভাবনা চুলোয় যাক ,
মাছ ভাত মাছ ভাত
থাকুক এবেলা তফাৎ ,
শুনি মিঠে সুরে খুকু গায়
পরান যে আমার জুরায় !!