তুমি কি মনে রেখেছো আমায় ?
নাকি মাঝের দিনগুলো দূরত্ব
অনেক বাড়িয়েছে -
তুমি কি জানো সেই নীলকন্ঠ পাখি
যে আমাদের খবর দিতো -
যে ছিল আমাদের সেতু ,
আমাদের আনন্দ - দুঃখ - অভিমান
নিয়ে যেত বয়ে এর থেকে ওর কাছে !
সে আজও আছে -
কিন্তু আজ সে যে বড়ই অভিমানী ,
সেতু বাঁধা আছে - তবে স্থির ।
জানি আমি ক্ষমা করতে পারবেনা
তুমি যে এখনো ভালবাসো -
তোমার অশ্রু অন্তরালে
আমারই কথা বলে যায় ,
নিশীথে , নীরবে , গভীরে -
আজও নীলকন্ঠ পাখি তোমার আমার
কথা চুরি করে নিয়ে যায়
খবর পাঠিয়ে দেয় ঐ আকাশ গাঁয়ে !
শুধু পারেনি আমাদের ভালবাসা
নিয়ে যেতে - কেন জানো ?
সে যে বাসা বেধেঁছে অন্য কোনোখানে -
সে যে চৈত্রের দামাল ঝড়েও
উড়ে যায়নি -
এখনও যে উড়ে তোমার গানের সুরে
ছোট পাখির মতো ডানা মেলে ,
তুমি কি জানোনা -
সময় বেঁচে থাকে অতীতে ,
সে বয়ে আনে হৃদয়ের নির্যাস !
তুমি কি জানোনা -
আঁধার বয়ে আনে সকালের আলো !
ইতিহাস আজ নিয়ে এসেছে আমায়
আবার জানতে সে বিষ্ময় -
তুমি কি মনে রেখেছো আমায় ?