লাফালাফি ধুপধাপ
পাঁচিলটা ডিঙিয়ে ,
রাখে যে কচিকাচা
পাড়াটাকে মাতিয়ে ,
ছোটো ঐ মেয়েটা
লালফিতে বেনুনিতে ,
একমনে খেলে যায়
কিতকিত উঠোনেতে ,
মাসিমা বারান্দায়
দেখে ব'সে রাঙা পায় ।


হাঁটুজল থৈ থৈ
জলে নেমে হৈ চৈ ,
ছুটে চল ধর ধর
ঐ মাছ কৈ কৈ -
পিছলিয়ে গেল চলে
খলখলে খলখলে ,
হায় হায় গামছায়
ফুটো দিয়ে চলে যায়,
এইবেলা ফিরে চল
চোখ কেন ছলছল!


ছুটির ঘণ্টা বাজে
সোমবারে দুপুরেই ,
একমাস পরে সব
মিলবোরে এখানেই ,
দু একটা পূজো হয়
আমাদের পাড়াতে ,
এক পোশাকেই মন
মেতে থাকে মজাতে ,
কোলাকুলি পা ছোঁয়া
মিলে যায় বিজয়ায়।


আলো আর রোশনাই
সাপবাজি পটকায় ,
রঙে রঙে ফুলঝুরি
ছোট বড় মেতে যায় ,
ঠান্ডায় কেঁপে কেঁপে
এক লেপে পাঁচজন ,
একটাই সোয়েটারে
কেটে গেল সে জীবন ,
নতুন বইয়েতে মুখ
গন্ধেই আহা সুখ।


হারিকিরি পিচকারি
রঙে মাখামাখি আজ,
বন্ধু না ভাই বোন
চেনা যে কঠিন কাজ,
ঝড় ওঠে আম পড়ে
সাথে শিলাবৃষ্টি  ,
কে ক’টা কুড়িয়ে পেল
মা বলে একি অনাসৃষ্টি ,
ফাগুনে আগুন ছোটে
কুহুরব কালো ঠোঁটে !


স্বপ্নই মনে হয় এখন পৃথিবী দেখে ,
কোথায় হারিয়ে গেছে
আমাদের ছোটবেলা ,
আলো ফিকে হাওয়া নেই ,
কতশত ঝড় আসে
নাম তার জানা নেই ,
সব কিছু বদলিয়ে
ছয় ঋতু আসেনা ,
এত কিছু পেয়ে তবু
মন আজ ভরে না ,
অবনতি না উন্নতি
কোনটা যে হ’ল ভাই ,
বুঝিনা এখনও কেউ
এবার চলো পালাই !