আছো তুমি অসীম আকাশ জুড়ে
মনটাতো সেই কবেই করেছো চুরি
আজ কেন আর তবে আড়ালে !
প্রদীপ শিখা দিতে পারে ঘরের আলো
মনের আলো জ্বালাতে পারেনা।
আকাশ নেমে আসে মাটিতে
তারারা চলে আঁধারের পথে পথে -
ঋষির বেশে এসে দাঁড়ালেম
           সংসার সীমন্ত প’রে
তপস্যারত মন শান্ত স্থির
           অপেক্ষায় মহামুক্তির পথ !
সম্মুখে উন্মুক্ত অনন্ত অপার সমুদ্র
সীমা শেষে আঁচলে ঢাকা
নভঃনীল - দিতে হবে পারি 
অপেক্ষায় আছে আরও
       একটা নতুন সূর্য
অপেক্ষায় আছে আরও
      একটা নতুন ভোর
জানবে সে’জন যে জানে
এবার হবে অবসান অপেক্ষার
মিশে যাবো হৃদয় পুণ্যলোকের
স্রোতোস্বিনী সলিলে -
এবার বুঝি আসবে উত্তর
“ ভালবাসি বলে ভালবাসিবারে চাই ” !