এ  রক্তস্রোত নবজাতকের শরীরে যায়নি,
শরীরের ধমনী হয়ে হয়নি স্রোত জন্মের রক্ষায় ।
বহু প্রতিক্ষায় কেঁদেছিল শিশু জন্মঘুমে,
রক্ত তার দেহের জল হয়নি।
রক্তের গতি হার মেনেছে মৃত্যুর কাছে ।


আজ যদি এ রক্তে সে আসতো এই পৃথিবীতে,
তবে কাল হতে চিৎকার হতো তার ক্ষুধার ।
প্রকৃতির মাঝে অপ্রাপ্তজন্ম খুধার মৃত্যুগুলো,  
অভিজাতি সভ্যদের কাছে আজ সুসংবাদ।
তাদের বিলাসে দাগ লাগে না কোন রক্তের।