শেষ বর্ষার কথা মনে আছে,
পশ্চিমের আলো যখন মেঘের আড়ালে পড়তো লুকিয়ে,
ঈশানের উড়ন্ত মেঘেরা সবুজের প্রেমে ভেসে এসে,
জল হয়ে ফিরে পেত সুখ,পৃথিবীর বুক জড়িয়ে...


তার জন্য,
গোধুলির লাল হলুদের নীলে,
চোখে খুজে অদ্ভুত বেদনা....
মলীন মুখে অপেক্ষার আক্ষেপগুলো-
মনে রেখেছো কি?


স্নিগ্ধতায় সুন্দরের ছোয়া পেয়ে হেসে,
শিতল কোমল বাতাসে ভেসে,
আমি সেদিনও এসেছি।
মনে রেখেছি।