তুমি বলো সমুদ্র নীল,
আমি বলি আকাশ সীমাহীন
তুমি বলো মুহূর্তের মতো,
আমি দেখি নিহতের ক্ষত!


তুমি চাও টুকরো হীরক,
বুকে মোর ধুমকেতুর শখ!
তুমি চাও সোনালী সকাল,
আমি খুজি আঁধারের ভাল!


সত্যের বিশ্বাস তোমার,
অবিশ্বাসেই আলো আমার।
আমার কোটি প্রশ্ন মনে,
তুমি নিরেট বোধের গোপনে।


তুমি বলো অশান্ত সুখে,
সন্তপ্ততা এ মনের মুখে।
আমি খুজি সবুজের সুখ,
পাথর সব বিলাসী মুখ।


আমি যেন শুধুই ছায়া,
তবু তুমি আলোর মায়া।
শুধু বলি এই সময়,
তাই-ইতো ইতি নয়।