অন্ধকার রাত এখন,
পৃথিবীর খোঁজ নাই মহাকাশে,
চাঁদনীর চাদর জড়িয়ে চাঁদ তার অবয়ব দেখছে পৃথিবীর মহাসমুদ্রে,
স্থির স্থবিরতার অস্থির অবকাশে ।


সূর্যের বিপরীতে অর্ধেক
অর্ধেক সূর্যের চোখে,
পৃথিবীর নিস্তব্ধ অভিমান তবু চাঁদ দেখে
আঁধারের নশ্বরতায় দৃষ্টির মৃত্যুভয় বুকে ।