সময়ের কাছে চাইছো তুমি কি?
জল জীবন্ত জন্ম কথা শুধু!
রংধনু অথবা সোনালী শহর
ধুমকেতুর আঘাতে আহত চাঁদটার হাসি?


সূর্যের সাদা চুলের প্রতিদিনের প্রত্যাবর্তন,
গোধূলির লালের মতন নিখাঁদ জীবনের সুখ!
লাল গালিচায় সংবর্ধন! এসব চাও?
চাও কি নিরেট মূর্খতার অসুখ?


কি চাইলে তুমি সময়ে ভেসে
বিলাসি মেঘে তুষার বৃষ্টি?
শুক্রের ঝড়ে একটি পৃথিবীর দিন,নিশ্চয়ই নয়!
ভীনগ্রহে নিজের সৃষ্টি যদি হয়!


ভরপেট গ্রহে,
আদিম সাম্য সমাজের অবাধ মিলন!
বিলাস অথবা সভ্যতার পুঁজিহীন সমাজতন্ত্র?
চাইতেই পারো!
অস্ত্র ধরেছো? পারবে যেতে যুদ্ধে!
মৃত্যুকে কেড়ে নিতে চাও জীবনের জন্য?
হবে যন্ত্র?বোদ্ধার বেশে রইবে অবরুদ্ধে!
বলতে পারো?


শান্তি চাও?কথা বলো! নিজের সাথে কথা বলো
সবার জন্য!
তোমার হাতের কথা ভাবো!
কত সহস্র শতাব্দীর পর পেয়েছ প্রতিটি চিন্তার আংগুল!
মিশরের পিরামিড,স্টোনহেঞ্জ,ফিংক্স,ট্যাবো?
ভাবো বাউন্ডুল!


এ পৃথিবীর জল,মাটি,বাতাসে ভেসে আলোর সময়ে
তুমি চাইলে তোমার সুখের সার্থকতা!
স্বীকার করো!
এর বেশি কিছু তুমি চাওনি।
তুমি চাও না বিষন্নতার আশা.......