একটি খোলা মানচিত্রে,
গভীর রাতের পথে,
মেশিনে বোনা বস্তার সস্তা সাদা ঘরে,
অস্তিত্বে মাখা করাল বালুর মাদুরে,
নিজের ছায়াটিকে জড়িয়ে ধরে,
ঢুকে আছে শৈশবের দেহটি,
থমকে যাই!
আমার অক্ষম অস্তিত্ব খুজে মরে মাটি।