আমার দম্ভের ভেতর অসূয়া,অহংকারীর আক্ষেপ
করলো আমায় ভীষণ বোধে বিক্ষেপ!
আলোয় রয়ে মন হাতরাই কালের,
আত্মবোধের ভাগ্য আর হলো না কপালের।
কূপমণ্ডূক!খুলে চলে কথার মুখ,
মনের ভিতর রয় অসুখ
সুখলোভে লাভ ছলে,
সময় শুধু নিজের কথাই বলে।