কি লিখব আর কেনই বা লিখি
এমন কেন মোরা মানুষ একি !
ন-প্রয়োজনের কথায়
দেখে পরিচয় পাই,
সব দেখি অবহেলা
স্বার্থের জিব্বহায়,
দেখি লালসার লালা।


তারা শুধু থাকবে,
মশা তাদের অর্থের পাহাড়ে পাবে নোটের গন্ধ
আর ঘামের নোনা নদীতে পাবে রক্তের গন্ধ।
কার রক্ত দামে কমবে?


চেতনাই যেন অন্ধ ,
আরও বহু চোখের গভীরে মরছে চেতনার স্নায়ুটি
কিভাবেই আর দেখবেো ! অক্ষম চোখে মৃত্যুও মাটি ।