অবশেষে,
  হাওয়ার রাতের নগ্ন নির্জন হাত ধরে
  অন্ধকারে শিরীষের ডালপালা সরিয়ে  
  অস্তচাঁদে ছায়া প্রিয়া হয়ে
  আমার সপ্নের হাতে হাত রেখে
  সূর্য সাগর তীরে –
  কত মানবীর ভিড়ে তুমি এসেছিলে ।।


  শ্রাবণ রাতে সে স্বপ্ন আমার,
  মৃত্যুর আগে পিপাসার গান গায় ।।
  আজ ভিজে হয়ে আসে মেঘ,  
  কোনখানে হয়তো আকাশ নীল রয়ে যায় ।
  সে নীল কালো মেঘের ভিড়ে –
  যে কামনা নিয়ে তোমায় খুঁজি,
  তা,হারায় শেষে সন্ধ্যার অন্ধকারে ।।


তবুও,
অন্ধকারে স্বপ্ন নিয়ে -
কাছে দূরে
নক্ষত্র যায় সরে ।।


প্রিয়দের প্রাণে,অবসরের গানে,
জানি, এখন সে পৃথিবীতে আজ -আমি স্মৃতি,
ব্যথিত হৃদয়ের ইতি ।।
ভাবি,
একদিন খুজেছিনু যারে –
ধূসর কুয়াশার চাদরে,সৃষ্টির তীরে,
সেই বুঝি তুমি !


হারাই ।।
কভু পাবো খুঁজে তোমায়,
ঘুমায়ে মরণের ঘোরে
জন্ম মৃত্যুর ভিড়ে ।।
আশায়,
পৃথিবীর পথে ধুলো হয়ে যাব উড়ে – কত শতাব্দী !