বেকারত্বের জ্বালা যখন আমায় জ্বালাতে আরম্ভ করেছে
স্ফুলিঙ্গের বারুদ ছুটে আসে প্রিয় মানুষের কাছ থেকে
নিমেষে ছাই হয়ে যায় ভরসার সেই দেয়াল
বিধ্বস্ত মনের অপদস্তের সেই কালরাত্রি বুঝিয়েছে
নিজেকে ক্ষমতার শীর্ষে ভাবা অক্ষমতায় নিরেট আমায়
নিরব আমার এই চিৎকার জানি না সইবে কতদিন এই দুর্বল খাঁচা
স্বামীজি ত্যাগ আর যুক্তির পথ আমার একমাত্র ভরসা
শেষ বার ভেঙে যাওয়া মন নিয়ে শেষ বার বয়ে যাবার আগে
শেষ চেষ্টাই হবে আমার পরিচয়
কারণ একজোড়া মানুষের চারটি ঝাঁপসা চোখ এখনো আমার উপর ভরসা রাখে ।