যদি তুমি চাও


শ্রাবণের বর্ষার রাতে শিশিরের শীতের প্রভাতে
আলোয় ঝলমল জীবন অন্ধকারের শোকা ঘাতে
ফুলের রেণু হয়ে প্রজাপতির পায়ে মেখে
ময়ূরের পেখম মেলে নাচা মেঘের আগমন দেখে
গ্রীষ্মের চাতক হয়ে পথিকের তৃষ্ণার্ত কন্ঠে
নিয়মিত স্পন্দনে বাঁচা মরার বন্ধনে
বিশ্ব বিষে মিশে যাওয়া অবিশ্বাসের মন্দনে
আমি ঠিক খুঁজে নেবো জিতে নেবো তোমায়
                  যদি তুমি চাও


যাদুকরের মায়াবী যাদুর মায়া জাল ছিঁড়ে
না মানা হার, হার মানা সমাজের ভিড়ে
মুখরিত শ্রুতি উপন্যাসের ভাষায় অনূদিত
ছেড়ে বহুমুখী জীবন এক লক্ষ্যে ধাবিত
নিভে যাওয়া প্রদীপের স্ফুলিঙ্গ হয়ে
অস্থির সময়ে অস্থির মনে স্নিগ্ধ বাতাস বয়ে
রাগে অসময়ে অভিমানে অনুরাগে
খুঁজে নেবো তোমায় যদি তুমি চাও।