না হয় তুমি জিতে গেলে
অবহেলিত সব ভুলে,
খাঁচার পাখি আমিও আজ
বন্দিনী তোমার ছলে।


জানলা দিয়ে আকাশ দেখি
খোলা আকাশ গেছি ভুলে,
খামখেয়ালী তোমায় ভাবি
এভাবেই আজ দিন চলে।


আছে কিছু ক্ষত
কিছু স্মৃতি পোড়া ছাই,
জীবনের অচেনা অজানা
ঘরে তোমায় খুঁজি তাই


স্বপ্ন মাঝে স্বপ্ন দেখে
অলিক সুখ পাই,
অশরীরী চেয়ে ভয়ঙ্কর তুমি
তোমার চেয়ে নাই।


ঝুড়ি ঝুড়ি ঝিনুক কুরোব
ছুড়ে ফেলে দিগন্ত,
তুমি আমি একসাথে
কাল জয়ী অনন্ত।


ভালোবাসায় হারিয়ে দেব
জোনাকিরা ও জানতো,
প্রযুক্তি কে হার মানিয়ে
বাতাস খবর আন্ত।


রাত যায় ভোর হয়
বুজতে পারি মরীচিকা ,
ফন্দি বাজের চোরাবালি
শূন্য পথিক আমি একা।


একটু সময় আমিও নেবো
ভুলে যাব সব মায়া,
দেহের সাথে লড়তে শেখা
চির জয়ী শুধু ছায়া।