আমার ইচ্ছে করে তোদের মত নেকা কথা কই
আমার ইচ্ছে করে পাল্টে দেই এই সভ্যতাকেই
এই উন্নত মানুষের স্বর্গে লাসের স্বরযন্ত্র
ক্রুজ মিসাইল আর গোলা বারুদ শেখায় ভালোবাসার মন্ত্র
কিছু রং বে রঙিন পতাকা হাপিয়ে উঠে চায় ক্ষমা
বুলেটের মুখোমুখি হৃদয় আর কাঁটাতার মেপে দেয় জীবনের পরিসীমা
ধ্বংসের এই মিলন মেলা দেখে বন্যরা হেসে ওঠে
আসলেই কে সভ্য নাকি ক্ষমতার উদ্যম নেশা একে অন্যের পা চেটে
বারুদের গন্ধ ছেয়ে যায় দুনিয়ায় স্বাগতম তুমি প্রলয়
সভ্য জাতি পারলে মহাকাশ বেচেঁ দেয় পার হয়ে সব বলয়
কত নিরীহ ঘর ছাড়া কত জীবন প্রাণ হারা
কত শিশুর আর্তনাদ কত নদীর লাল ধারা
ধর্ম নত করবে মাথা এই নিউক্লিয় বিজ্ঞানে
ফাঁসির আগেই শহীদ কত কে জানে।