রাজা ছাড়া একটা গল্প হোক,
এবার রাজার বিশ্রামের দরকার
দরকার এক গুচ্ছ খাতা আর পেন।
রাজা এবার নিজের মতো করে লিখুন গল্প,
জীবনের গল্প , বেঁচে আছি বেঁচে থাকার গল্প,
কান্না, হাসি, ভালোবাসা, বিচ্ছেদের গল্প,
এই কর্পোরেট সমাজে নতুন কুঁড়ির গল্প,
মিথ্যে প্রস্তাবনা বৃত্তকে ঘিরে ফেলা সত্যের জয়ধ্বনি।
যে ধ্বনি পৌঁছে যাক  শাসকের কানে
তাদের প্রসাদ কেঁপে উঠুক ,
মনে করিয়ে দিক মানুষের জন্য তারা
তাদের জন্য মানুষ নয়।


মন গড়া মিথ্যে ভরা রাজা রানী,
রাজপুত্র রাজপ্রাসাদের কাহিনী
এসব ক্ষীণ আলো নতুন প্রজন্মের থেকে দূরে থাকুক,
তাদের তুলে ধরা হোক
ওপার পুলে সকাল হতে রাত ভিক্ষা করা মায়ের কথা
এক বেলা পেট ভরে খাওয়ার জন্য অনাথের কথা,
ট্রাফিকে গোলাপ হাতে দাঁড়িয়ে শিশুর কথা
শরীর খারাপ অবস্থায় হাসপাতালের লাইনে দাঁড়িয়ে থাকা কত মা বোন ভাই এর কথা,


আমি চাই এবার রাজা
রাজপ্রাসাদের থেকে বেরিয়ে রাস্তায় আসুক,
আর নিজের শেষ জীবন পর্যন্ত ভাবুক এদের কথা
আর একটা খুব সুন্দর গল্প লিখুক,
যেখানে অনাহার , হানাহানি , মারামারি
উচ্চ নিন্ম , ভেদাভেদ ভুলে মানুষ বুজবে মানুষ শুধু।


আমরাও পারি অনেক কিছু করতে
দূরে দূরে নয় পাশাপাশি চলতে,
নিজের সুবিধা নয় অপরের অসুবিধে বুঝতে হবে
সময়ের চাকারা সাথে সাথে পৃথিবী বদলে যাবে তবে,
হয়তো একদিন স্বপ্নের সূর্য ছড়িয়ে দেবে তার আলো
অহংকারের বৃত্ত দেবে আত্মহত্যার ঝাপ
ঠিক যতদূর মানুষ রেখেছে তার পায়ের ছাপ।