তোমায় মনে না করা সহজ নয়
সহজ নয়
খ্রিষ্টের জন্মের পর ২০২২ বার
সূর্যের চারদিকে আবর্তনরত
পৃথিবীতে বসে ভালোবাসা কবিতার ছন্দে মেতে
বৃষ্টি স্নাত বিকেলে
নিউজ পেপাররে ধর্ষণের হেডলাইনে মুখগুজে
নীল আকাশ জুড়ে প্রেমের রামধনু।


সহজ নয়
নিজেকে না চিনতে পারা মানুষের
এই বিস্তিন্ন শ্মশানে পুড়ে যাওয়া বিবেকের
সংলাপে জীবন যুদ্ধে হেরে যাওয়া সৈনিকের
পেয়ালার চুমুর স্পর্শ।


ঠিক যেমন সহজ নয়
ষড়যন্ত্রের দূষণে বিপন্ন বিশ্বে
ভালোবাসার বীজ বপন করে
ফ্রিকুয়েন্সির বৃত্ত পেরিয়ে
রাইন এর হাঁটু জলে দাঁড়িয়ে
অস্তগামী সূর্যের দিকে দু হাত মেলে
তোমায় পাওয়ার নতুন ইচ্ছে।


তাই তোমায় মনে না করা সহজ নয়


এ হৃদয় যদি থমকে যায়
অবহেলায় অবেলায়
তুমি কাঁদবে জানি, জানি আঘাত পাবে
যদি জীবনের কোনো গলিতে দেখ
হেরে যাওয়া ব্যাস্ত  আমায়
মনে রাখবে পিছুটান কান্নায় ভেজায়।