বয়স বেড়েছে চেনা শহরের,
বয়স বেড়েছে মোর;
বয়স বেড়েছে পৃথিবীটার,
বাড়েনি বয়স তোর।
জন্মেছিলাম অগ্রহায়ণের
নক্ষত্রের রাতে,
দ্বিতীয়বারের মত তুই
জন্মালি মোর সাথে।
রাত ফুরালো দিন ফুরালো
নতুন দিনের তরে,
জন্মদিনের পরে থেকেই
আমার বয়স বাড়ে।
শিশু থেকে কিশোর হলাম
বাড়লো বয়স ঢেড়।
কত বছর করলি পার,
তুই পেলিনা টের..,
কালকে আমি বুড়ো হবো,
পার করে মহাকাল,
তোর মুখে দেখি তবু
১১ অগ্রহায়নের সেই সকাল