তোমার জন্য কত সাধনা,
কত শিক্ষা, ভাষার চর্চা,
তোমার জন্য কত কল্পনা,
কলমের কালি আর কাগজের খর্চা।


তোমার জন্য কত ছন্দ,
কত ভাললাগা কত মন্দ।


তোমার জন্য শুধু তোমার জন্য,
নির্ঘুম জেগে সারা রাত,
ভাবনায় কল্পনায় এনেছি প্রভাত,
তোমার জন্য কত অলস দুপুরে
বারান্দায়, বাগানে, কখোন ছাদের উপড়ে
শুয়ে, বসে, পায়চারী করি, কত কিছু ভেবে।
বিকেল গড়িয়ে সন্ধ্যা আসে, সূর্য্যপ্রদীপ নেবে।
রাতের মত হৃদয়েও আধাঁর ঘনিয়ে আসে,
আবার শুরু করি ভাবনা নতুন উচ্ছাসে।
কেরসিন তেলে, কুপিবাতি জ্বেলে
শুধু তোমায় ভাবী আমি লেখা পড়া ফেলে।


পড়েছি তোমার প্রেমে বার বার তুমি জান কি, তা,
জন্মান্তরের প্রেয়সী তুমি আমার “কবিতা”