অচেনা এক আগন্তুকের দল,
সময়ে অসময়ে করে কোলাহল,
করে রাখে জিম্মি এ জাতিকে।
সপেছে এত ক্ষমতা তাদের হাতে কে?


আমি অন্ধ, চোখে নয়, মন থেকে।
দেখিনা অনেক কিছুয়, নিজ চোখে দেখে,
বুঝি অনেক কিছুই, বুঝতে চাই না তবু,
শত শত অন্যায় দেখি, প্রতিবাদ করিনা কভু ।


শরীর আমার শক্ত সামর্থ্য্, মন দুর্বল,
সব কিছু থেকেও আমি আজ নিঃসম্বল,
যে শিক্ষায় শিক্ষিত আমি প্রয়োজন নেই ওটার,
অশিক্ষা তো সিড়ি হয়েগেছে আজ উপরে ওঠার।


সব স্থানেয় আছে এক আগন্তুকের দল..
তারাই অজকে দেশের মাথা, বিবেক, বুদ্ধি, বল।
তারাই আবার ভিন্ন সময় ভিন্ন রখম খাতে,
ভিন্ন দলের কল নাড়ে সুদক্ষ এক হাতে।


ঘিরেছে আমাকে অগন্তুকের দল,
হাতে তাদের ধারালো অস্ত্র, রক্তে এলকোহল,
এলোমেলো চিন্তা নাকি স্থির পরিকল্পনা,
কি করবে আমার সাথে, নেই কিছু তার জানা,


সপেছি আজ নিজেকে আগন্তুকের হাতে,,
তবু নিজেকে স্বধীন ভাবি আপন কল্পনাতে..।