নিয়মটাকে ভাঙ্গরে তোরা নিয়মটাকে ভাঙ্গ,
নিয়ম ভেঙ্গে অনিয়মের গাইতে হবে গান।
নিয়ম জাতার কলে পিশে মরছে মোদের মন
এই নিয়মের শেকল পড়ে থাকবি কতক্ষণ।
নিয়মেরই নিয়ম হল ফেলে নিজের ছকে
শত শত টুকরো করে ফেলবে ভেঙ্গে তোকে,
নিয়ম নামের শৃঙ্খলেতে বেঁধেফেলে তোরে
এ নিয়মের নিয়ম নীতি রাখবে রে দাস করে।
মনটাকে আজ স্বাধীন করে দেখনা কত সূখ,
মনের কথা কইতে কেন বন্ধ তোদের মুখ।
মনের মত থাকবি সূখে, থাকবি হেঁসে খেলে,
আর কত দিন থাকবি বাঁধা এই নিয়মের জেলে।
আজ পাখিদের স্বাধীণতা বন্দি যেমন খাঁচায়,
সার্কাসেতে জন্তু গুলোক যেমন করে নাচাঁয়,
আজ আমাদের অবস্থাটা তার চেয়ে কি ভাল,
ঘাঁরে জোয়াল বর্তামানে ভবিষ্যত টা কাল।
ভাল করে দেখরে চেয়ে ঠিক পাবি তুই টের,
দেশটা জুরে চলছে শুধু অনিয়মের ঢের।
সেই নিয়মটাকে ভাঙ্গরে তোরা নিয়মটাকে ভাঙ্গ
অনিয়মের নিয়ম ভেঙ্গে নতুন নিয়ম আন ।