কাল বিকেলে, নীল ঝকঝকে অাকাশের নীচে বসে ছিলাম,
বিকেলের মৃদুমন্দ বাতাস, অার অাকাশে এক ঝাক পাখি
অামার মনটা প্রশান্তিতে ভরে দিচ্ছিল, অামি সবুজের মাঝে
একচিলতে ছাদে বসে তন্ময় হয়ে প্রকৃতির সেই সৃষ্টি দেখছিলাম……
এর মাঝে হঠাৎ পূর্ব অাকাশ থেকে এক রাশ মেঘ এসে
পুরো অাকাশ ঢেকে দিল, আমি তন্ময় হয়ে দেখতে লাগলাম মেঘেদের ছুটোছুটি খেলা, শুরু হলো অঝরে বৃস্টি…….
অামি সেই বৃষ্টি প্রাণ ভরে উপভোগ করতে লাগলাম…
অামি অবার তন্ময় হয়ে দেখলাম সেই জল ভেজা দৃশ্য..
বৃষ্টির জল অামার দেহ মনকে সুতৃপ্ত প্রশান্তি দিচ্ছিল,
হঠাৎ বসের ডাকে নিচে নেমে অাসতে হল…….
অাগত ক্লাইন্টকে দেখে অামার দুচোখ জুড়িয়ে গেল
তার দীঘল কাল কেশ, তার ডাগর নয়ন, অামার
শীতল অনুভুতির উপরে উষ্ণ পরশ বুলিয়ে দিচ্ছিল,
অামি তন্ময় হয়ে দেখতে লাগলাম তাকে……
তন্ময় হওয়া টা হয়তো আমার অভ্যাস। সেবার চলন্ত বাসের দিকে ছুড়েঁ দেওয়া পেট্রল বোমাটাও আমি তন্ময় হয়েই দেখেছিলাম। দগ্ধ মানুষের শেষ চিৎকারটাও শনেছিলাম...........।