পাল উড়িয়ে চলত যে নাও ভরা নদীর বুকে,
আজকে দেখ ডাঙ্গায় পড়ে মরছে ধুঁকে ধুুঁকে।
এখন নদীর বক্ষজুড়ে কলের জাহাজ চলে,
ছেঁড়া পাল তাই পড়েছে চাঁপা ঐ ই্ন্ঞ্জিনের তলে।
বৈঠা ধরে গায়তো মাঝি কতরকম গান,
সেই মাঝি আজ রিক্সা চালায়, ওষ্ঠগত প্রাণ।
শঙ্খচিল আর গাঙ্গচিল কত উড়তো আকাশ জুড়ে,
কাল ধোঁয়ার ভয়ে তারা পালিয়ে গেল দূরে।
বক পাখি আর মাছরাঙ্গাটা এ তল্লাটে নাই!
শব্দতুলে কলের জাহাজ ঐযে ছুটে যায়।
কলের জাহাজ দ্রুত চলে, ধোঁয়ায় বাতাস ভারী।
ওপাড়েতে পৌছেদেয় অনেক তারাতারি।