অামি আসলে প্রেমিক না,
আমার হৃদয়ে কোন ভালবাসা নেই।
আমি তোমাকে যে ভালবাসি তা আসলে ভালবাসা নয়।
ভালবাসার আড়ালে আদিম কামনা।
ভালবাসায় সিক্ত আমি হতে পারিনা,
কারণ আমি জানি আমি ভালবাসার যোগ্য নয়,
তাই আমার দুর্বলতা ঢাকতে
আমি করে চলি নিবিড় অভিনয়।
আমার দৃষ্টি তোমার বক্ষের উপরেই স্থির থাকে,
তার অন্তরগত হৃদয় আমার দেখার বিষয় না।
তোমার আবেগ অনুভুতির মূল্য আমার কাছে নেই।
আমি কৌতুকের ছলে তোমারে যে কথাগুলো বলি,
তা আসলে আমার মনেরই কথা।
আমি শিকারীর মত তীক্ষ দৃষ্টি নিয়ে খুঁজেছি,
পথে পথে অনেক ঘুরেছি,
তারপর, তোমার মত একটা শিকার ধরে
নিয়েগেছি লোকালয় থেকে অনেক দূরে।
মেতেছি আদিম উল্লাসে,
সারা রাত ভক্ষনের পর,
দিনের আলোয় ছুড়ে ফেলেছি তার ছিন্নভিন্ন শরীর।
কাপড়ে লাগা রক্তের ছাপ ধুয়ে আবার বেড়িয়ে পড়েছি,
পরদিন, নতুন শিকারের খোঁজে।
আজ তুমি আমার সামনে বসে আছো,
দু চোঁখে অকৃত্রিম ভালবাসা নিয়ে।
আমার আদিম মন, নির্জনতার অপেক্ষায়,,,,