আমি বাঙ্গালী, তাই গর্ব হয়,
আমি বাংলায় কথা বলি,
এ আমার নিজের ভাষা, ধার করা নয়,
আমি নিজের মতই চলি।


আমি বাঙ্গালী, তাই গর্ব করি,
আমার রক্তে আছে স্বাধীনতার নেশা,
আমি নিজের দেশে বাস করি,
আমি নয় অন্য কারোর পোষা।


আমি বাঙ্গালী এ আমার অহংকার,
আমরা এক অনন্য জাতি,
আমার অভ্যাস নেই মাথা নোয়াবার,
আছে বীর যোদ্ধার খ্যাতি।


আমি বাঙ্গালী, আমি ক্ষুদিরাম,
আমি হাসতে হাসতে পরব গলায় ফাঁসি,
আমি প্রতিবাদী হরদম হরদম,
অন্যায় আমি সইব না’ক বসি।


আমি বাঙ্গালী, আমি স্বাধীন,
আমি পৃথিবীতে বাঁচবো মাথা তুলে,
বায়ান্ন আমার থাকবে মনে চিরদিন,
একাত্তর আমার থাকবে স্মৃতির মূলে।