হয়তো অন্য কোথাও অপর জগতে,
পৃথিবী ছেড়ে বহু দূরে, না দেখা দেশে;
স্বপ্নের রাজ্য ছেড়েও আরো দূর প্রান্তে।
হয়তো রাজা নয়তো ভিখারির বেসে,
থাকবো তখন আমি চির যুবা হয়ে,
হয়তো সুখ নয়ত নরক যন্ত্রণা,
জানিনা ভাগ্যে আমার কি আনবে বয়ে,
খুব ভাল, মন্দ, না কি ভাগ্যবিরাম্বনা।


সত্যই চলে যাব পৃথিবী ছেড়ে দূরে,
না ফেরার সে পথে একা একা চলব,
তবু থাকবে তুমি এই অন্তর জুড় ;
তোমাকেই ভালবাসি সে কথায় বলব।


হয়ত অন্য ঘরে অন্য কারোর বুকে
তবু আমি চাই তুমি থাকো মহাসুখে।।