শেষ বিকেলের বরষায়
ভেজা দিনের ইতি,
সন্ধ্যা বেলায় ভেঁজা জুতায়
পথে শ্লথ গতি।
ফিরতি পথে আসতে দেরী;
গিন্নি বেজার মনে,
গাল ফুলেয়ে বসে আছে
আড়ি আমার সনে।
আজ অপিসে ছিল না ক’
বাড়তি কোন কাজ,
তবু কেন ফিরতে ঘরে
পেড়িয়ে গেল সাঝঁ।
কেমন করে বোঝায় বল
বর্ষার এই খেলা,
বৃষ্টি এসে ভিজিয়ে দিল
ঘরে ফেরার বেলা।
অপিস পাড়ায় বৃষ্টি হল
পথে জমে পানি!
এই পাড়া কেন শুকনা রইল
আমি কি তা জানি?
গিন্নি বলে সবই বুঝি,
বৃষ্টি হয়নি ক্ষণ!
আড্ডা দেওয়ার বন্ধুগুলোয়
তোমার আপন জন,
তাই তো তুমি আড্ডা দিয়ে
সময় করে পার,
দেরী করে ঘরে ফিরে
দোষ দিছ বরষার।


কি করব আর, মুখটি বুঁজে
রইলাম আমি বসে,
বউ এর কাছে মিথ্যেবাদী
হলেম ভাগ্য দোষে।
এই পাড়াতে বৃষ্টি হয়নি
একটি ফোটাও মোটে।
“দুর্ভাগ্য সব সুমাতে
আমার ভাগ্যেই জোটে” ।।