উদাস কবি বসে থাকে,
বনের পাশে, নদীর ধারে,
অষ্পষ্ট কন্ঠে তাহার
গুনগুনিয়ে ছন্দ ঝরে।
কবির মনে কত কথা
কত ছন্দ সুরের মেলা
কবির সামনে কত শতাব্দীর
ইতিহাসের পৃষ্ঠা খোলা।
কত শত পাখির গানে,
নাচে ময়ূর বনের মাঝে
কত ঝরর্ণার শীতল জলে
পাহাড়িয়া ছন্দ বাজে,
প্রেয়সীর কত অভিমানে
কবিতার কত প্রসঙ্গ আনে
কত ছন্দ জাগায় প্রাণে,
মাথার ভিতর লক্ষ হাজার
শব্দ কথা খেলা করে।
তখন দেখি কবির মনে
হাজার রকম ছন্দ ঝরে।