প্রানহীন ধুসর বর্ণের শার্ট,
গরম আইরণের চাপে, সেও স্মার্ট,
চেরীর পলিসে চকচকে কালো সু,
প্রত্যাহ থাকে কত ইন্টারভিউ।
দিন শেষে ফিরে সেই নিপাট দেয়ালে
ঘামে ভেঁজা শার্ট দোলে আপন খেয়ালে।
মেঝেতে পাতা মলিন জাজিমের উপর,
শুয়ে থাকি চুপচাপ স্তব্ধ নিথর,
চেয়ে দেখি দেয়ালে গাড়া পেরেকের গায়,
হ্যাঙ্গারে ঝোলা শার্ট কত দোল খায়।
নিছক প্ল্যাষ্টিক হ্যাঙ্গার ঢুকেছে বুকে তার,
তাই বুঝি প্রতিবাদ এই উগ্র ব্যবহার।
পঞ্চ পথেে এমনে কত বিষ বাণ ঢোকে
প্রত্যয় হারিয়ে যায় জ্ঞানের আলোকে।
তাই, বায়বিয়, বাষ্প কিছু দুঃখ বা সুখ,
প্রতিবাদ ভুলিয়ে মোরে করেছে লাজুক।