কতবার ভেবে ভেবে হয়নি বলা
অত সহজেই বলে দেওয়া যায়না যদিও।
হৃদয়ের সমুদ্রতটে অজস্র অব্যক্ত বেদনা রাশি আছড়ে পড়ে প্রতিদিন।


একান্ত অনুভূতিগুলি ক্ষয়ে ক্ষয়ে আজ
পরিত্যক্ত দ্বীপের মত এ হৃদয়
চারপাশে অস্থির তরঙ্গের আসা যাওয়া
তোমার চোখের তারার মত অস্থির সে তরঙ্গ গুলি
তোমার ভ্রুর উত্থান পতনের মত নির্মম মায়াবী উচ্ছ্বাস আমাকে ছুঁয়ে যায় প্রতিদিন।


সেই কবে এই বন্দর ছেড়ে চলে গেছো
নিরুদ্দেশ পরিযায়ীর মত
চেনা প্রিয় ঋতু গুলি ফিরে গেছে কতবার
নির্জন উপকূল জুড়ে এখন
ইতস্ততঃ ভাসছে কেবল কিছু জীর্ণ পাটাতন ।