এক একটি বিষন্ন রাত চোখের পাতায়
বেদনার শিশিরের টুপ।
চুপ চাপ খসে যাওয়া তারাদের আকাশে
মনমরা মেঘেদের স্তূপ।।
হৃদয়ের হাসফাস বুঝতে তো পারোনি
যন্ত্রণা বেড়ে গেছে ফের।
একবারও হাতখানা রাখলেনা এবুকে
কম্পন পেলেনাতো টের।।
সময়ের অঙ্কটা আজও ঠিক বুঝিনি
কেটে গেছে কত রাত দিন।
ওই চোখে ঝাউবন দুলবে কি কখনো?
নাকি সেই আশাটাও ক্ষীণ।।
কত গান গেয়ে গেয়ে ভাসিয়েছি দুই চোখ
ছিড়ে গেছে গিটারের তার।
তবু সেই জানালাটা বন্ধ যে এখনো
বৃথা বসে গান গাওয়া সার।।
রাত্রির আকাশে টিম টিমে জোনাকি
বলে এত দুঃখ কী তোর?
কালো রাত মুছে গিয়ে আলো ঠিক আসবে
আসবেই হাসিমাখা ভোর।।