বন্ধু, একটু ধীরে চলো, ধীরে
একটু আস্তে বলো কথা;
আর একটু আস্তে।
ওই  চাঁদটা ছুটছে দেখো
নারকেল পাতার ফাঁকে,
যেন এক মরচে পড়া কাস্তে।
আর একটু আস্তে।


সময়ের ঘর্ষণে ক্ষয়ে যাচ্ছে জীবন
তবুও থামছ কই?
মেঘের মিনার ছুঁতে গিয়ে
বাষ্পের মত যাচ্ছ উড়ে।
এবার তো নেমে এসো নীচে
এই নিবিড় ঝাউবনের ছায়া মাখা তটে।


এভাবে ছুটে ছুটে আর কত দূরে যাবে?
সাগরের উচ্ছল তরঙ্গই বা কতদূরে যায়?
বন্ধু, একটু শান্ত হও।
জীবন মরুর মরিচীকা দেখে দেখে
একটু তো ক্লান্ত হও।


তুমি কি জানোনা
দূরত্বের রং প্রতিদিন ধূসর হয়ে যায়
তবু কত মেঘ ছুঁয়ে ছুঁয়ে
ঝরিয়েছ জল অনরগল?


একবার ফিরে দেখ এই যে মাটি
তার গভীর ফাঁটল জুড়ে
কেমন অচেনা অন্ধকার!


ওই দেখ শ্রান্ত চাঁদটা এখনো যাচ্ছে ছুটে
যেন এক হলুদ কাস্তে।


আস্তে,আর একটু আস্তে।