কিছু নদী বয়ে যায়
কিছু হয় অশ্বের ক্ষুর ।
কিছু ব্যথা সয়ে যায়
কিছু কিছু বেদনা বিধুর ।।


কিছু রাত আলো পায়
কিছু রাত যেন তারা ক্ষীণ ।
কিছু আশা ভাষা পায়
কিছু প্রেম ভালোবাসা হীন ।।


কিছু মেঘ ডেকে যায়
কিছু মেঘ ভেসে থাকে ম্লান ।
কিছু মেঘ মেঘ নয়
ঠিক যেন বৃষ্টির গান ।।


কিছু পাখি উড়ে যায়
কিছু পাখি সুখে করে ঘর ।
কিছু পাখি পাখা হীন
পাড়ি দেয় বিষন্ন সাগর ।।


কিছু কথা বলা হয়
কিছু বাকি থাকে চিরকাল ।
কিছু যেন কথা নয়
স্বপ্নের বোনা বেড়া জাল ।।