সারাদিন আনমনে একা
ঘুরে ফিরে কী যে খুঁজে যাই।
বনানীর আঁচলের নীচে
পাখিদের সুখ খুঁজে পাই॥


এতটা নিবিড় ভালো লাগা
কেউ কেন পারে না যে দিতে।
অলীক সুখের যত ফুল
সকলেই পারে তুলে নিতে॥


কংক্রিট ভিড় ওঠে জমে
উঁচু উঁচু স্বপ্নের সারি।
আকাশের চাঁদ ছোঁবো বলে
কত নীচে নেমে যেতে পারি!!


ভালো আর লাগেনা যে কিছু
যেতে চাই কোনো দিকে চলে।
নিভৃত সুখ খুঁজে পেতে
চলে যাই সবুজের কোলে॥